Image description

হবিগঞ্জের মাধবপুরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা এখন টাইফয়েডের বিরুদ্ধে সুরক্ষিত। উপজেলায় চলতি বছর শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় মোট ১,১৬,৬০৬ জন শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 

শুক্রবার (৮ নভেম্বর) পর্যন্ত এই সংখ্যার ৮৪ শতাংশ শিশুকে ১ ডোজ করে টিকা প্রদান করা সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “ক্যাম্পেইন আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত চলবে। যারা এখনও টিকা পায়নি, তাদের অনুরোধ করছি, নিজ এলাকার টিকাদান কেন্দ্রে বা মাধবপুর সদর হাসপাতালে নিয়ে আসুন। টাইফয়েড টিকা শিশুদের জন্য এক ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা করবে।”

উপজেলায় স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন শিশুরা যেন টিকার আওতায় আসে তা নিশ্চিত করতে কাজ করছেন। স্থানীয় অভিভাবকরা শিশুদের সঙ্গে টিকাদানে অংশগ্রহণে উৎসাহী।