শীতের আগমন ঘনিয়ে আসতেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাটবাজারগুলোতে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় জমছে ক্রেতা-বিক্রেতাদের। সারি সারি দোকানে সাজানো তাজা লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, পালং শাক, টমেটো, আলু, কাঁচামরিচসহ নানা রঙের সবজিতে এখন বাজারে ছড়িয়ে পড়েছে সবুজের সজীব আমেজ।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে। ফলে বাজারে জোগান বেড়েছে এবং দামও রয়েছে ক্রেতা সাধারণের নাগালে। মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকেরা ইতোমধ্যেই জমি থেকে তাজা সবজি তুলতে শুরু করেছেন।
বিক্রেতারা জানান, বর্তমানে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকায়, বেগুন ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা জগদীশপুর বাজারে (উজ্জ্বল মিয়া) ক্রেতা বলেন, “এখন বাজারে নানান জাতের সবজি পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলকভাবে সহনীয়, তাই প্রতিদিনই সবজি কিনতে আসি।”
অন্যদিকে, কৃষকরাও সন্তুষ্ট। তারা বলছেন, এ বছর ফলন ভালো হওয়ায় ন্যায্য দাম পেলে কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। অনেকেই আগাম জাতের সবজি চাষ করে ইতোমধ্যে লাভবান হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় এক হাজার একর জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সার ও কীটনাশক সরবরাহ থাকায় কৃষকেরা এ বছর আগের তুলনায় ভালো ফলনের আশা করছেন।
সবমিলিয়ে মাধবপুর উপজেলা সদর, ধর্মঘর, চৌমুহনী, বহড়া, আদাঐর, আন্দিউড়া, বুল্লা, শাজানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, বাঘাসুরা ও ছাতিয়াইন হাটবাজারে এখন তাজা সবজির প্রাচুর্যে জমজমাট পরিবেশ। কৃষকের মুখে হাসি, আর ক্রেতাদের ঝুড়িতে ভরছে শীতের সজীব সবজি—এই দৃশ্যই যেন বলে দিচ্ছে, মাধবপুরে শীত এসে গেছে সবুজের বার্তা নিয়ে।




Comments