Image description

পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। 

সোমবার রাত নয়টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল কার্যালয়ে অবস্থিত কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্য নির্বাহী এ কমিটির সভাপতি মোহসীন উদ্দীন (এশিয়ান টিভি), সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (৭১ টিভি), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি), ফরাজি মো. ইমরান (দীপ্ত টিভি)।