শিক্ষকদের বিরুদ্ধে মামলা করায় শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী ও এলাকাবাসীর মানববন্ধন
রংপুর জেলার পীরগঞ্জের খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে আনিসুর রহমান নামের এক ব্যাক্তির করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন কুখ্যাত মামলাবাজ মোঃ আনিছুর রহমান মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। যেখানে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, (আরবি) প্রভাষক ও খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ নূরুল আমিন, সহকারী (ইংরেজি) শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন, (শারীরিক শিক্ষা) শিক্ষক মোঃ খাজা নূর আলম এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম করেছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে এ সময় তারা বলেন আমরা এই মামলা বাজের হাত থেকে বাঁচতে চাই।
প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন প্রতিষ্ঠানের নামে ১১ বিঘা জমি রয়েছে যা দীর্ঘদিন থেকে আনিসুর রহমান চাষাবাদ করে আসছে কিন্তু নিয়মিত সে ওই জমির ফসলাদি প্রতিষ্ঠানে দেয় না। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কাছে উক্ত জমির ফসল চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এ সকল মানহানিকর মামলা দিয়েছে। আমরা আশা করি দ্রুতই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত করবে।




Comments