চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাক থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে ব্যারাকের টয়লেটের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার রাতে ডিউটি শেষে রোববার সকালে ব্যারাকের টয়লেটে যান অহিদুর। সকাল সাড়ে ৮টার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যান। অনেকক্ষণ অপেক্ষার পর উঁকি দিয়ে দেখেন ভেতরে একজন ঝুলে আছে। তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো বিষয় রয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
চমেকের কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দীন আহমেদ শিবলু জানান, ডান পাশে গলায় ঝুলন্ত অবস্থার দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নাইট ডিউটি করার পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। পরে অনেকক্ষণ সেখান থেকে বের না হওয়ায় অন্যরা দরজায় টোকা দেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় দুই মাস ধরে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।




Comments