রাজবাড়ীতে দুইটি সংসদীয় আসন। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ নিয়ে রাজবাড়ী-১ আসন, অন্যদিকে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিযে রাজবাড়ী-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে মরিয়া বড় দুই দলের প্রার্থীরা। রাজবাড়ী-১ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামী থেকে একক প্রার্থী ঘোষণা করলেও আসনটিতে মনোনয়ন স্থগিত রেখেছেন বিএনপি। বড় দুই দলের পাশাপাশি আসনিটি অনান্য দলগুলোর প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিয়েছেন।
রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাড. নুরুল ইসলাম। বিএনপি থেকে রাজবাড়ী-১ আসনে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি। এই আসনে মূলত; লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। বিএনপির প্রার্থী ঘোষণার পর নতুন করে মাথাচাড়া দিয়েছে দলীয় কোন্দল। দলীয় মনোনয়ন না পাওয়াতে হতাশ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া। বিএনপির মধ্যে কোন্দল বিদ্যমান । তবুও জনপ্রিয়তায় শক্ত অবস্থানে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজম মাহমুদ খৈয়ম। তবে বিভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
এদিকে, কেন্দ্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত আসলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা । এমন তথ্য জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু। তিনি বলেন জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসলে আমরা নির্বাচনে অংশ নেব ।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাজবাড়ী জেলার সংগঠক ও রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা সোহেল তানভীর দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া গণঅধিকার পরিষদ থেকে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. রবিউল আযম নির্বাচনে অংশগ্রহনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এছাড়া ইসলাম আন্দোলন বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সদস্য অ্যাড. জাহাঙ্গীর আলম খান ও জেলা শাখার সদস্য আমিনুল ইসলাম কাসেমী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
বড় দুই দলের প্রার্থীদের মধ্যে জেলা জামায়াতে আমীর অ্যাড. নুরুল ইসলাম পিআর পদ্ধতি দাবীসহ সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বার্তা দিচ্ছেন।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু ও রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ নির্মাণের বার্তা নিয়ে মাছে নেমেছেন। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করেছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক জিয়ার ৩১ দফা মানুষের কাছে পৌছে দিচ্ছেন ।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. নুরুল ইসলাম বলেন, দল আমাকে নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনীত করেছেন। আমরা সকল নেতাকর্মীর সাথে নিয়ে নির্বাচনে জয়ের জন্য কাজ করছি। নির্বাচনে জয়লাভের ব্যাপারে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কাজ শুরু করেছি। মানুষ এবার আমাদের ভোট দিবেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে বিগত আওয়ামী লীগ সরকার সন্ত্রাস তৈরি করেছে। এই জেলার কোন উন্নয়ন হয়নি। জেলায় কর্মসংস্থানের ব্যাপক অভাব রয়েছে। আগামী নির্বাচনে আমি বিএনপি জয়লাভ করলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই দুটি প্রকল্পের নির্মাণকাজ শেষ করলে রাজবাড়ীতে ব্যাপক উন্নয়ন হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি ধানের শীষের কাণ্ডারি হয়ে মানুষের কাছে গিয়ে তারের রহমানের, বেগম খালেদা জিয়ার প্রতিক ধানের শীষে ভোট দেওয়ার কথা বলেছি পাশাপাশি বিজয় হলে এ জেলার উন্নয়নের কথাও বলছি । আমাদের রাজবাড়ী জেলার উন্নয়ন হবে ৩১ দফার মাধ্যমেই ।
রাজবাড়ী-১ আসনে ১৫৬ টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৫২ হাজার ১৯২ জন ভোটার রয়েছে। ভোটারদের মধ্যে ২ লাখ ২৯ হাজার ৩৪৩ জন পুরুষ ও ২ লাখ ২২ হাজার ৮৩৯ জন নারী ভোটারসহ ১০ জন হিজড়া ভোটার রয়েছে।
পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসন। এই আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়ায়ে ইসলাম থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশিদ।
আসনটি প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে বিএনপি। বিএনপি থেকে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ব্যরিস্টার কাজী রহমান মানিক দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন।
নির্বাচনী এলাকা ঘুরে শোনাগেছে, রাজবাড়ী-২ আসন জোটের কারণে শরীকদের ছেড়ে দিবে বিএনপি। যে কারণে প্রার্থীতা স্থগিত রেখেছেন কেন্দ্রীয় বিএনপি। তবে হাল ছাড়েননি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসীরুল হক সাবু ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুণ।
রাজবাড়ী-২ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন নির্বাচনে জয় পেতে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি থেকে তিনি সমর্থন পাবেন এমন দাবি তিনি বিভিন্ন সভা সমাবেশ করেছেন।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনমত গঠনে আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি। আমি সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। আমরা দুইটি আসন দাবি করেছি। ঢাকা-১৩ আসন থেকে আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে রাজবাড়ী-২ আসনে নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন।
মোনিনুল আমিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে রাজবাড়ীতে বিশেষায়িত হাসপাতাল, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্ট, মাদক নির্মূলসহ কৃষি ও মৎস্য ক্ষেত্রে উন্নয়ন করবো।
জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশিদ হারুন বলেন, আমাদের ১৯৮টি কেন্দ্র কমিটি গঠন করেছি। মানুষ আমাদের ভোট দিতে মরিয়া হয়ে আছে। নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য, শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করার পরিকল্পনার কথা বলেন তিনি।
মনোনয়ন প্রত্যাশী ব্যরিষ্টার কাজী রহমান মানিক বলেন, রাজবাড়ী-২ আসনে আমিসহ বেশ কয়েকজন বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাচ্ছেন। আমি ছাত্রদল থেকে শুরু করে আজ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন মাঠে কাজ করেছি। কয়েকবার কারাবরণ করেছি। রাজবাড়ী-২ আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দল যাকে পছন্দ করেন তাকে মনোনয়ন দেয়ার দাবি কাজী রহমান মানিকের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক নেতাকর্মীদের সমর্থনে রাজবাড়ী-২ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
রাজবাড়ী-২ আসনে ১৯৮ টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৭৯ হাজার ৪৪৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯২ হাজার ৮৫২ জন পুরুষ ও ২ লাখ ৭৭ হাজার ৫৯৪ জন নারী ভোটারসহ ৩ জন হিজড়া ভোটার রয়েছে।




Comments