Image description

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা সাঁথিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং সেটি পুড়ে যায়। এসময় তাদের 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতেও শোনা যায়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামীণ ব্যাংকের বাইরের রাস্তার সঙ্গে থাকা ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরের ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। তিনি মনে করেন, সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

ওসি আরও জানান, এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।