রাজধানীর লালমাটিয়ায় ফেইথ বাংলাদেশের ক্যাম্পাসে যাত্রা শুরু করলো দেশের প্রথম বিশেষায়িত ডেন্টাল ইউনিট, যা শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
নতুন এই ইউনিটে শিশু-সংবেদনশীল পরিবেশে নিরাপদ ও উন্নত দন্তচিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেও চিকিৎসা করা যাবে – যা সাধারণ ডেন্টাল ক্লিনিকে প্রায় অসম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম।
ড. শাহাদাত হোসেন বলেন, “দেশে ১৬-১৮ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে। তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এরা জাতীয় সম্পদ। ধনী ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।”
ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নীলুফার আহমেদ করিম বলেন, “বিশেষ শিশুদের দাঁতের চিকিৎসা শুধু চিকিৎসা নয়, এটি একটি আবেগের যাত্রা। এই ইউনিটটি তৈরি হয়েছে সেই সব পরিবারের বেদনা ও সংগ্রাম থেকে, যারা তাদের সন্তানের জন্য নিরাপদ দাঁতের চিকিৎসা খুঁজে পাননি। আজ থেকে তাদের ব্যথা আর উপেক্ষিত থাকবে না।”
উদ্বোধনী দিনেই শিশুদের জন্য প্রতিরোধমূলক ডেন্টাল কেয়ার সেমিনার ও ফ্রি ডেন্টাল স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।




Comments