Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মিম (২০) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম ওই গ্রামের মামুন অর রশিদের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে মিমের মনোমালিন্য হয়। এর জেরে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।