Image description

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একযোগে ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী তিনটি ভিন্ন স্তরে এই বিপুল সংখ্যক বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন।

যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন।

সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। এরপর আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, যারা বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশ ছুটিতে রয়েছেন, তাদের ছুটি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন পদে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।