তারেক রহমান ক্ষমতায় এলে দেশ ২৫ বছর এগিয়ে যাবে, বন্ধ হবে টাকা পাচার: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে দেশকে ৫০ বছর এগিয়ে দিয়েছিলেন। তারেক রহমান তারই প্রতিচ্ছবি।”
বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিন নবজাতককে নতুন পরিবারের কাছে হস্তান্তর এবং তারেক রহমানের ৬১তম জন্মদিন ও ‘ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরকত উল্লাহ বুলু বলেন, “বাংলাদেশের মানুষ এবার আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।” তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। বুলুর মতে, “লুটপাটের জন্য যেসব খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা বন্ধ করে যদি শুধু শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় করা হয়, তবে দেশ থেকে প্রতিবছর ১৫-২০ লাখ কোটি টাকা পাচার হওয়া বন্ধ হবে। এতে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে।”
১৯৮০ সালে জিয়াউর রহমানের সঙ্গে একটি স্মৃতিচারণ করে বিএনপি নেতা বলেন, “উত্তরা গণভবনে এক কর্মশালায় জিয়াউর রহমান আমাদের বলেছিলেন, আগামী ৫ বছর আপনারা সৎ থাকুন এবং সৎভাবে রাষ্ট্রের জন্য কাজ করুন। রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলাই ছিল তার লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান। এদিন তিনটি পরিচয়হীন নবজাতককে নতুন পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন ও ডা. মজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত মোট ৫১ জন নবজাতককে উদ্ধার করে পুনর্বাসন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা আসমা, সাংবাদিক একেএম সাখাওয়াত হোসেন, ডা. মো. মজিবুর রহমান (নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি, বিপিএইচসিডি ওনার্স অ্যাসোসিয়েশন) এবং সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।




Comments