দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর দেশে এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে দেশে এমন একটি অবস্থান তৈরি হয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোও সংস্কারের সনদে স্বাক্ষর করেছে।’
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশের মানুষ এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।’
দলের অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘বিএনপি দায়িত্ব পেলে দেশকে গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে আনা এবং একটি সমৃদ্ধ অর্থনীতির পথে এগিয়ে নিতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ফখরুল জানান, ‘তিনি গুরুতর অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।’
এদিন অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। মির্জা ফখরুল তাকে ফুল দিয়ে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




Comments