দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন ১ জন। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (১৭৯ জন)।
এদিকে, গত একদিনে সর্বোচ্চ ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন এবং বরিশাল বিভাগে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৭ জন। এর মধ্যে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ (২০ হাজার ৮১৭ জন)।




Comments