Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দিয়েছিলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী বলেন, ‘১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং আজ তা স্থানীয় বোর্ডে পাস হয়েছে। শীঘ্রই আমি পুরোদমে প্রচারণা শুরু করব।’ তিনি আরও জানান, দলে কোনো কোন্দল নেই এবং আগের ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ নিজেই তার প্রচারণায় নেমেছেন।

সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। আমি কৃষ্ণ নন্দীর বিজয়ের জন্য সর্বাত্মক কাজ করব।’

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াত। ১০ মাস পর একমাত্র খুলনা-১ আসনেই প্রার্থী পরিবর্তন করে একজন হিন্দু নেতাকে বেছে নিল দলটি।