Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লোকালয় থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে শকুনটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি বাঁশঝাড়ে বিশাল আকৃতির শকুনটিকে বসে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা শকুনটিকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে শত শত উৎসুক জনতা শকুনটিকে একনজর দেখতে সেখানে ভিড় জমান। স্থানীয়দের ধারণা, শকুনটি কোনো কারণে অসুস্থ হয়ে লোকালয়ে নেমে এসেছে। এটি উড়তে পারছে না এবং বেশ দুর্বল হয়ে পড়েছে।

শকুন দেখতে আসা কয়েকজন জানান, তারা জীবনে প্রথমবারের মতো এত বড় শকুন দেখলেন। প্রাণীটি অসুস্থ মনে হওয়ায় তারা দ্রুত এর চিকিৎসার দাবি জানান।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন জানান, শকুন উদ্ধারের বিষয়টি তিনি জেনেছেন। প্রাণীটিকে উদ্ধার করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।