ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
তীব্র শীতের রাতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নিজ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। শুরুতে তিনি রাত ১১টা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ভাসমান অসহায়দের হাতে কম্বল তুলে দেন। পরে সেখান থেকে শহরের বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান শীতে মৌসুমে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাতের বেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় সরাসরি শীতার্তদের অবস্থানস্থলে গিয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ছিন্নমূল অসহায় মানুষগন জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগের প্রকাশ করেন। তারা বলেন, গভীর রাতে প্রশাসনের এমন সহযোগিতা শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে।
জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান বলেন, শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




Comments