Image description

হবিগঞ্জ জেলা অটোরিক্সা–অটো টেম্পু–মিশুক–বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলা উপকমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে মোঃ জসিম উদ্দিন ৯১২ ভোট পেয়ে সভাপতি এবং মোঃ হাসান মিয়া ৭৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবপুরের কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ১টার দিকে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন; সিনিয়র সহ-সভাপতি: সেলিম মিয়া, সহ-সভাপতি: হামিদ আলী পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক: রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক: হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক: ইউসুফ মিয়া, প্রচার সম্পাদক: আউয়াল মিয়া, শ্রমিক কল্যাণ সম্পাদক: আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক: শামসু মিয়া, সদস্য পদে নির্বাচিত: সুমন মিয়া, হাউস মিয়া, কুতুব আলী ও মোঃ আলমগীর।

নির্বাচনে ১৫টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৩,৮৮৬ ভোটারের মধ্যে প্রায় ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।