কাপ্তাইয়ে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে অষ্টপরিষ্কার ও মহাসংঘদান সম্পন্ন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্মিলিত উদ্যোগে প্রথমবারের মতো বিশাল পরিসরে এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান শেষে বিশেষ পুণ্যার্থী পর্ব অনুষ্ঠিত হয়। এতে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগমে বিহার প্রাঙ্গণ এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
শনিবারের বিশেষ পর্বে সভাপতিত্ব করেন মহাসংঘদান উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ। অনুষ্ঠানে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি (২৯৯ নং) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান (৩০০ নং) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী।
এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার, রাঙ্গামাটি জেলা সভাপতি সাজাই মং মারমা, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি লুসাইমং এবং বান্দরবান জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা (সমবেত পুণ্যদান) করা হয়।
এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথম দিনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সাজাই মং মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। দুই দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের পদচারণায় মুখর ছিল চিৎমরম বিহার প্রাঙ্গণ।




Comments