পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার (এসপি) আবু ইউসুফ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা এসব বিষয়ে নিজেদের অভিমত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বক্তব্যে এসপি আবু ইউসুফ আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সকলের জন্যই চ্যালেঞ্জিং। তবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।




Comments