রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক চারঘাটের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গণমাধ্যমকে ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের কাজের মূল্যায়ন করার পাশাপাশি ত্রুটিগুলোও তুলে ধরে। সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মুক্ত আলোচনায় সাংবাদিকরা এলাকার স্থানীয় সমস্যা, উন্নয়নের প্রতিবন্ধকতা এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও মতামত দেন। অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।




Comments