ফরিদপুরের সালথায় ডাকাতির সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. রাজন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাজন মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।
হত্যাকাণ্ডের দিনই (শুক্রবার) নিহতের বাবা অজয় সরকার বাদী হয়ে সালথা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নামে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) এলাকায় ডাকাতদের কবলে পড়েন মাছ ব্যবসায়ী উৎপল সরকার (৩৮)। তিনি প্রতিদিনের মতো ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাচ্ছিলেন। পথে ৩-৪ জনের একদল ডাকাত ভ্যানটির গতি রোধ করে চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে আটকে রাখে। এরপর তারা উৎপল সরকারের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহত উৎপল সরকার ফরিদপুর কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।




Comments