রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শরিফ মিয়া(২৬) নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সারে ৩ টার সময় উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের শেরমস্ত ঠাকুর পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে, উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের দোওয়ালীপাড়া গ্রামের নুরালীর ছেলে শরিফ মিয়া(২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে মহেন্দ্রা গাড়ীতে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে গাড়ির মাটি জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত তারাগঞ্জ, রংপুর।
অভিযুক্ত শরিফ বলেন, আমি আইন না জেনে ভুল করেছি, পরবর্তীতে আর কখনো এরকম ভুল করবো না বলে মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় শরিফ মিয়া নমক একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে।




Comments