Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে পৃথক দুটি নদী থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা ও কাজলী নদীর দুই প্রান্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় মেঘনা নদীর তীরে সিটি গ্রুপের জেটি সংলগ্ন স্থানে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের ধারণা, স্রোতের টানে মরদেহটি ভেসে এসে তীরে আটকে ছিল।

প্রথম মরদেহ উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি এলাকায় কাজলী নদীতে আরেকটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এটি একজন পুরুষের মরদেহ এবং তার বয়স আনুমানিক ৩৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া গজারিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে মরদেহগুলো থানায় পাঠানো হয়েছে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, ‘উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। নৌ-পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’