পটুয়াখালীর মহিপুরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা ১০ বছরের শিশু বায়েজিদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’। সংস্থাটির উদ্যোগে আয়োজিত চ্যারিটি কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ও নিজস্ব তহবিল মিলিয়ে বায়েজিদকে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ শিশুটির মা শিরিন আক্তারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।
জানা যায়, বায়েজিদ মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের চান মিয়া ও শিরিন দম্পতির সন্তান। কিছুদিন আগে নিজ বাড়িতে বাম পায়ে আঘাত লেগে তার গোড়ালি ভেঙে যায়। দিনমজুর বাবা সাধ্যমতো চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ হওয়ার আগেই পায়ে সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়। এতে হাঁটাচলা বন্ধ হয়ে যায় শিশুটির। ছেলের চিকিৎসায় নিজেদের সবটুকু সম্বল শেষ করে এখন নিঃস্ব এই পরিবার।
বায়েজিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে একটি কনসার্টের আয়োজন করে গুড নেইবারস। সেখানে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের সহযোগিতায় প্রায় ৩০ হাজার টাকা অনুদান ওঠে। পরে সংস্থাটি নিজস্ব তহবিল থেকে আরও ২০ হাজার টাকা যোগ করে মোট ৫০ হাজার টাকা বায়েজিদের পরিবারের হাতে তুলে দেয়।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বায়েজিদের মা শিরিন আক্তার। তিনি বলেন, ‘সন্তানের অসুস্থতার চেয়ে মায়ের কাছে আর কিছু কষ্টের হতে পারে না। যারা আমার ছেলের জন্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ বলেন, ‘সমাজের এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গুড নেইবারসকে ধন্যবাদ জানাই। আমরা সবাই যদি এভাবে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই, তবে বায়েজিদের মতো শিশুরা সুস্থ হয়ে সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।




Comments