Image description

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আশরাফুল হক (১৯) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি মাধবপুরের একটি কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে রতনপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার কারণ শনাক্ত ও দায়ীদের চিহ্নিত করতে আইনগত প্রক্রিয়া চলছে।