Image description

আজ ৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত দিবস। ৮ ডিসেম্বর, ১৯৭১ মুক্তিযুদ্ধে বিজয়ের শেষ প্রান্তে বাংলাদেশ। নিশ্চিত পরাজয় জেনে মেজর ইয়ামিন পটুয়াখালী শহরে কারফিউ জারি করে ৭ ডিসেম্বর রাতের আঁধারে দলবল নিয়ে লঞ্চ যোগে পালিয়ে যান এবং বগা এলাকায় মুক্তিযোদ্ধাদের দ্বারা আক্রান্ত হন। 

৮ ডিসেম্বর মির্জাগঞ্জ থেকে দলবল নিয়ে পটুয়াখালী ঢোকেন মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার। 

জেলা প্রশাসকের কার্যালয় পৌঁছলে জেলা প্রশাসক সহ প্রশাসনের সবাই আলতাফ হায়দারের বশ্যতা মেনে নেন। আলতাফ হায়দার পটুয়াখালী উপস্থিত মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং পরে আলাউদ্দিন শিশু পার্কে স্বাধীন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।