চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শিমুল ধর (৫৬) নামে জুয়েলারি দোকানের এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল ধর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মৃত আশুতোষ ধরের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌর সদরের একটি জুয়েলারি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শিমুল ধর সীতাকুণ্ড পৌরসদরের রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. রাশেদ বলেন, ‘চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় শিমুল ধর নামের ওই ব্যক্তি নিহত হন। তার পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’




Comments