ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় ‘ভালুকা মুক্ত দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে আফসার বাহিনীর বীরত্বপূর্ণ আক্রমণে পাক হানাদার ও তাদের দোসররা ভালুকা ছাড়তে বাধ্য হয়েছিল।
ঐতিহাসিক এই দিনটি স্মরণে সোমবার (৮ ডিসেম্বর) নানা কর্মসূচি পালন করে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং ভালুকা পৌর প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ফকর উদ্দিন আহম্মেদ বাচ্চু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।
বক্তারা মুক্তিযুদ্ধের সময় আফসার বাহিনীর বীরত্বগাথা স্মরণ করেন। পরে সকল বীর শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




Comments