Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। তারই অংশ হিসেবে পূবাইল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো.আতিকুর রহমান। 

দায়িত্ব নেওয়ার পর বুধবার পূবাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর ও সেবামূলক পুলিশিংয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

ওসি আতিকুর রহমান বলেন, এখন আর আগের দিন নেই। আমরাও আগের সেই পুলিশ নই। আপনি দম বন্ধ করে কাউকে ভোট দিয়ে দেবেন এটা হবে না। আমি ভালো কাজ করে চেয়ারে থাকতে চাই।

তিনি আরও বলেন, দেশের এই পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচন করতে এসেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন, তা করবো। এতে যদি আমার চলে যাওয়ারও প্রয়োজন হয় সেটা মেনে নেব। আপাতত রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কোনো সংঘাত না হয়, সেদিকে গুরুত্ব দিচ্ছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ওসি আতিক বলেন, মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে কাজ করে, তারই ভুল হয়। ক্রাইসিস মোমেন্টে পুলিশ অনেক চ্যালেঞ্জে থাকে। রাস্তাঘাটে কোনো সমস্যা দেখলে পুলিশকে সহযোগিতা করবেন। আর পুলিশের কোনো ভুল চোখে পড়লে তা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

সাংবাদিক–পুলিশ সুসম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওসি আতিক যোগ করেন,পুলিশের কাজ সেবামূলক। সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের কাজ আরও সহজ হয়।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূবাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি আখতার হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক সোনালী খবরের আল-আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকণ্ঠের রফিকুল ইসলাম, দৈনিক সকালের গাজীপুরের সদর প্রতিনিধি আতেফ ভুঁইয়া প্রমুখ।