প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালের শুরু থেকেই স্বাস্থ্যসেবা নিতে এলাকার বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করতে থাকেন।
এ উদ্যোগে শিশু, নারী, বয়স্কসহ চার হাজার মানুষ বিনামূল্যে সেবা নেন। রোগ নির্ণয়, রক্তচাপ–ডায়াবেটিস পরীক্ষা থেকে শুরু করে সাধারণ চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বহু গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
স্বাস্থ্যসেবাটি মোট ১০টি বিভাগে পরিচালিত হয় – মেডিসিন, সার্জারি, গাইনী ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক–কান–গলা (ইএনটি), ডেন্টাল, চর্ম ও যৌন রোগ (স্কিন অ্যান্ড ভিডি), চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগ। প্রতিটি বিভাগে ২ জন করে কনসালট্যান্ট চিকিৎসক সেবা দেন, যাদের সহায়তায় কাজ করেন দুই থেকে তিনজন করে সেবিকা। এছাড়া হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন ও মার্কেটিং বিভাগের অর্ধশতাধিক কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা তেবাড়িয়া এলাকার রবিউল ইসলাম (৫৫) বলেন, চিকিৎসা করাতে গেলে খরচ অনেক। আজ বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে আমরা খুব উপকৃত হয়েছি।
একইভাবে গৃহিণী রোখসানা বেগম (৪৫) বলেন, বাড়ির কাছে এভাবে ডাক্তার দেখানোর সুযোগ আগে পাইনি। খুব ভালো উদ্যোগ।
বার্ধক্য জনিত রোগ নিয়ে ভুগছেন শিমুলিয়া এলাকার বাসিন্দা হারেজ উদ্দিন (৭০) তিনি বলেন, আর্থিক টানাপোড়েনে হাসপাতালে যাওয়া হচ্ছিল না। বাড়ির কাছেই বিনামূল্যে এই সেবা আমার কাজে এসেছে। আমি সহ আমার পরিবারের মোট পাঁচজন এই সেবা নিতে এসেছি।
সকালে এই বিনামূল্যের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিদর্শন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিন প্রমুখ।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমার পিতা হারুনার রশিদ খান মুন্নুর হাত ধরে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে। সারা জীবনই স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাবে হাসপাতালটি, যাতে অসহায় ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।
মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম বলেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।ভবিষ্যতেও মানিকগঞ্জের অবহেলিত বিভিন্ন স্থানে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জানান, মেডিকেল ক্যাম্প থেকে যেসব রোগীর অপারেশন প্রয়োজন হবে তারা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।
এ ধরনের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়ছে, তেমনি চিকিৎসা সেবা গ্রহণের পথও আরও সহজ হয়ে উঠছে বলে মনে করেন দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম।




Comments