সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বোরো ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন, সাংবাদিক শাহজাহান আলী ও আশরাফুল আলমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৮০০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০০ জন কৃষককে উফশী জাতের বোরো ধানের আবাদের জন্য প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হয়েছে। এছাড়া আরও ৭০০ জন প্রান্তিক কৃষককে ৫ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতেই সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।
সুবিধাভোগী কৃষকরা জানান, মৌসুমের শুরুতে বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। সরকারের এই উদ্যোগ চাষাবাদে তাদের আরও উৎসাহিত করবে।




Comments