Image description

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটকের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় তাদের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনানুগ প্রক্রিয়ায় এই দুই নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে, উপজেলার শীর্ষ দুই নেতার আটকের খবরে আটঘরিয়া ও এর আশপাশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন জোরালো ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।