হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাতের আঁধারে দুই কৃষকের প্রায় চার শতাধিক ফলন্ত সবজি গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে চরম বিপাকে পড়েছেন ওই গ্রামের দুই কৃষক মিলাদ মিয়া ও রুকেল মিয়া। ভুক্তভোগীদের দাবি, বাগান ধ্বংস করায় তাদের অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক স্বপ্ন নিয়ে জমিতে টমেটো ও শসার আবাদ করেছিলেন ওই দুই কৃষক। গাছগুলোতে ফলনও আসতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার সকালে জমিতে গিয়ে তারা দেখতে পান, কে বা কারা রাতের আঁধারে বাগানের প্রায় তিন থেকে চারশ গাছ কেটে মাটিতে ফেলে রেখেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রুকেল মিয়া আক্ষেপ করে বলেন, ‘কয়েক মাসের হাড়ভাঙ্গা পরিশ্রম আর স্বপ্ন রাতের আঁধারে এভাবে কেউ নষ্ট করে দেবে, তা কখনও ভাবিনি। এই আবাদ করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমরা পুরোপুরি পথে বসে গেলাম।’
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবেই প্রতিপক্ষের লোকজন এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ ঘটনায় এলাকায় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষকরা জানান, তারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে আশা করছেন তারা




Comments