কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ‘মাদকমুক্ত এলাকা চাই’ স্লোগানে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পোড়াদহ এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টার দিকে পোড়াদহ রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে হারুমোড়, চিথলিয়া, হঠাৎপাড়া, উত্তর কাটদহসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় রেলগেটে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- আনিচুর রহমান, মোস্তাফিজুর রহমান টুটুল, নাতিমুল ইসলাম, সাকলাইন, সজিব, হিমেল, কাজল, সোহেল রানা, সুমন ও হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বৃহত্তম কাপড়ের হাট এবং চাল উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকারী পোড়াদহ একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু সাধারণ ব্যবসার আড়ালে কতিপয় মাদক কারবারি ও সেবনকারী এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে, যা পোড়াদহের সুনাম ধুলিসাৎ করছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে হামলা ও মামলার শিকার হতে হচ্ছে। সম্প্রতি মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নয়ন আলী।
সমাবেশ থেকে মাদক কারবারিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পোড়াদহ ও আশপাশের এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান তারা।




Comments