হাদীকে গুলির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে নীলফামারীর রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের ডিসির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, আর তার একদিন পরই একজন প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানো হলো। অন্তর্বর্তীকালীন সরকার একজন স্বতন্ত্র প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটি কিসের ইঙ্গিত?’
সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘হাদী শুধু একজন প্রার্থী নন, তিনি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে জুলাই যোদ্ধারা প্রয়োজনে আবারও রাজপথে নামবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান ও বোরহান আহমেদ। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




Comments