মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরীন খানের কর্মী-সমর্থকরা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুর-২ আসনে দল থেকে সদ্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের গুরুতর অভিযোগ রয়েছে। এমতাবস্থায় বিতর্কিত ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে হেলেন জেরীন খানকে মনোনয়ন প্রদানের জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য ভিপি সরোয়ার হোসেন এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।




Comments