সাতকানিয়ায় জামায়াতের বর্ণাঢ্য বিজয় র্যালি: ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। লাল গেঞ্জি, সাদা টুপি এবং হাতে লাল-সবুজের পতাকা নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি এক বর্ণাঢ্য রূপ নেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্ট চত্বর থেকে র্যালিটি শুরু হয়। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে হাসমতের দোকান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। র্যালি পরবর্তী সমাবেশে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘যুবশক্তির সঠিক ব্যবহার হলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শবিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বিজয় দিবসের এই দিনে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




Comments