ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের জমিতে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার হবিরবাড়ী রেঞ্জের লবনকোঠা এলাকায় এই অভিযান পরিচালনা করে স্থানীয় বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, হবিরবাড়ী বিটের আওতাধীন লবনকোঠা এলাকার সিএস ৮৭ ও ৯ নম্বর দাগের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণকাজ চলছিল। খবর পেয়ে হবিরবাড়ী বিট কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেন।
এ বিষয়ে হবিরবাড়ী বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল বলেন, “হবিরবাড়ী মৌজার ওই দাগগুলোতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বনভূমি রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বনের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”




Comments