চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার উদয়নগর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে আগুন লেগে দুটি বসত ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
শুক্রবার দিবাগত রাত পেরিয়ে (২০ ডিসেম্বর) শনিবার রাত প্রায় ২ টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
মসজিদে মাইকিং করে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে ব্যর্থ হলে পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড উদয়নগর মহল্লার বাসিন্দা মৃত সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে রাত্রী প্রায় ২ টার দিকে আগুন লাগে। এসময় মসজিদের মাইকে মাইকিং করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হলে উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের লিডার রাকিব উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে তার বাড়ির ২ টি ঘরের আসবাবপত্রসহ অন্যান্য সকল জিনিসপত্র পুড়ে যায়।




Comments