সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে মাদক, মানব পাচার ও অস্ত্র চোরাচালান চক্রের শীর্ষ ৪ হোতা আত্মসমর্পণ করেছেন। গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর তাঁরা স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের আইনি প্রক্রিয়ার জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
আত্মসমর্পণকারী চার শীর্ষ চোরাকারবারি হলেন- সাহেবখালী গ্রামের রফিকুল ওরফে নেদু কয়াল এবং কৈখালী গ্রামের রেজাউল, হাফিজুর ও আব্দুর রহিম।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারী এই চার ব্যক্তির বিরুদ্ধে শ্যামনগর থানায় মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। এছাড়া সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ওসি আরও জানান, আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। সীমান্তে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থানের কারণে তাঁরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।




Comments