Image description

যশোরের কেশবপুরে জাল টাকা ও টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাগুরখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের (সিপিসি-১) একটি চৌকস দল মাগুরখালী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু হানিফকে সন্দেহজনক অবস্থায় আটক করার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮১ হাজার ৮০০ টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার হেফাজত থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

গ্রেপ্তার আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল টাকা তৈরি ও কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, জাল টাকা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, জাল টাকা কারবারিদের গ্রেপ্তারে স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সেজন্য এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।