Image description

মানিকগঞ্জের সিংগাইরে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মতি মোল্লা (৩৪)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাসিনা আক্তারসহ পুলিশের একটি চৌকস দল বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে মতি মোল্লাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।