বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে করে মাদক পাচারের সময় ৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পানিমাছকুঠি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাকিল হোসেন (২২) এবং একই থানার কিশামত শিমুলবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে শাহিন আলম (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা তদন্ত কেন্দ্রের একটি দল মোকামতলা বন্দরের আকবরিয়া রেস্টুরেন্ট ও বেকারির সামনে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শাকিল ও শাহিন একটি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি করে। পরে মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্কির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ মানবকণ্ঠকে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।




Comments