আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম প্রকাশ করেনি। তখন থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে ধারণা তৈরি হয় যে, আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে।
মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল মনোনয়নপত্র কিনব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ ও রাজনৈতিক সমীকরণ বুঝতে হয়। জমিয়তে উলামার সঙ্গে জোট হয়েছে, তাই আসন না দিলে জোট রক্ষা হয় না। দল অনেকটা বাধ্য হয়েই তাদের আসনটি ছেড়ে দিয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ব্যবস্থা নিতে হয় তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে তাদের বাধা দিতে পারব না।”
এদিকে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু জানান, তারা ‘বিএনপি পরিবার’ কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাবে না। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করা তাদের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগরের একাংশ) বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিগত কয়েকটি নির্বাচনেও বড় দলগুলো তাদের শরিকদের জন্য আসনটি ছেড়ে দেওয়ার নজির রয়েছে। এবার মাওলানা জুনায়েদ আল হাবিব ছাড়াও নির্বাচনী মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর জেলা আমির মোবারক হোসাইন আকন্দ এবং এনডিএফ-এর প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে এই আসনে এবার চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।




Comments