Image description

ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শেখ সাদী (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় তাঁর নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত শেখ সাদী ওই এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী চর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার এড়াতে শেখ সাদী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে ‘মব’ বা গণপিটুনির মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তবে যৌথ বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়।

তল্লাশিকালে তাঁর কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, শেখ সাদী একজন চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।