Image description

বগুড়ার শিবগঞ্জে মহাসড়কের পাশের সরকারি জমি দখলের চেষ্টায় বাধ দেওয়ায় এক দোকান মালিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে মিনারুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন কাগইল রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক সোহাগ ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন কাগইল রাস্তার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন পার্শ্ববর্তী চকপাড়া গ্রামের বাসিন্দা সোহাগ। এক পর্যায়ে একই গ্রামের বাসিন্দা মৃত্যু বাবলু মিয়ার ছেলে মিনারুল ইসলাম দোকান ঘরের সামনে সরকারি জায়গায় ঘর নির্মাণের লক্ষ্যে ইট ফেলে দখল করে। দোকান ঘরের সামনে সরকারি জায়গায় ঘর নির্মাণ ও ইট রাখতে বাধা দিলে সোহাগকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন মিনারুল।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, কাগইল রাস্তার মোড়ে দোকানপাটের সামনে সরকারি জায়গা দখল করে ইট-খোয়া স্তুপ করে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়াও মহাসড়কের সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণ করে বিপুল টাকার বাণিজ্য করছেন বলে অভিযোগ মিনারুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি দখল ও ব্যবসা পরিচালনার কারণে যেকোনো সময় ঘটতে পারে মারাত্নক দুর্ঘটনা। বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এমতাবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মিনারুল ইসলাম বলেন, "মহাসড়কের পাশে সরকারি জমি বাদেও আমার এক শতক জমি আছে। আমার কাছে ম্যাপও আছে। আমি আমার জমিই ভোগদখল করছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান মানবকণ্ঠকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।