চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ আইনুল করিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব জোয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফতেসাম জাওয়াদ দিয়াবের (১২ ফিল্ড রেজিমেন্ট) নেতৃত্বে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার পূর্ব জোয়ারা হাজীর পাড়া এলাকার মাহমুদুল হাসানের ছেলে আইনুল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত যুবক ও উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। চন্দনাইশ থানা সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
চন্দনাইশ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments