Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির (কাজী জাফর) অভ্যন্তরীণ কোন্দল ও জোটের আসন বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে। দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। রোববার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবীব লিংকন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আজই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে জোটের আসন বণ্টন নিয়ে চরম অসন্তোষের কথা উল্লেখ করেন তিনি। লিংকন বলেন, "আমরা বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম এবং ৬টি আসনের তালিকা দিয়েছিলাম। অথচ অনেক ছোট ছোট দলকে ৩-৪টি করে আসন দেওয়া হলেও আমাদের অবজ্ঞা করা হয়েছে। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় নির্বাচন করতে পারছেন না।"

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, তার ইচ্ছা ছিল সততা ও দেশপ্রেম দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অবদান রাখা। কিন্তু কাঙ্ক্ষিত মনোনয়ন না পাওয়ায় তিনি ব্যথিত। তিনি আক্ষেপ করে বলেন, "সারা জীবনের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে দেশের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।"

আহসান হাবীব লিংকন দ্রুতই দলের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা কুষ্টিয়া-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।