Image description

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের একদিন পর সিয়াম হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মসজিদের ইমাম সিপুল হোসেনের ছেলে। সে গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সিয়াম। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মানবকণ্ঠ/ডিআর