Image description

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুঠিয়া উপজেলার কুঠিপাড়া গ্রামের জলিল উদ্দিনের ছেলে রায়হানুল ইসলাম (৪০), চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের মাহাকাব উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৬০) এবং নাটোরের দোস্তানাবাদ এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬)। আহতদের মধ্যে নাটোরের বাগাতিপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সেন্টুর পরিচয় পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ঝলমলিয়া বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৭টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুঠিয়া ও নাটোর স্টেশনের দুটি ইউনিটের প্রচেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন হয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর